নিজে সতর্ক না হলে করোনা থেকে বাঁচা যাবে না : এজাজ
জনপ্রিয় অভিনেতা এজাজুল ইসলাম। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত ধারাবাহিক ‘সবুজ সাথী’ নাটকের মধ্যে দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। পরে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অভিনয় করলেও এজাজুল ইসলাম একজন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর করেন তিনি।
একসময় গাজীপুর চৌরাস্তায় একটি চেম্বারে তিনি সরকার নির্ধারিত ৩০০ টাকা ফিতে রোগী দেখতেন। তাঁর ভিজিট ফি কম হওয়ায় তাঁকে গরিবের ডাক্তার নামে ডাকতেন স্থানীয়রা। ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেছেন তিনি।
করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ডা. এজাজ। করোনার প্রধান লক্ষণগুলো দেখা দিলেই করোনা পরীক্ষা করার কথা বলেছেন তিনি।
আজ (২৮ এপ্রিল) বিকেলে এনটিভি অনলাইনকে ডা. এজাজ বলেন, ‘নিজে সতর্ক না হলে করোনা থেকে কাউকে বাঁচানো যাবে না। সামাজিক দূরত্ব মানতেই হবে। আমরা বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। কেউ ইতালি, ফ্রান্স থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাঁচতে চাইছি, নারায়ণগঞ্জ কিংবা ঢাকা থেকে পালিয়ে গ্রামে গিয়ে বাঁচতে চাইছি। এটা বাঁচা নয়, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, আশপাশের মানুষও মৃত্যুর দিকে চলে যাচ্ছে আপনার কারণে। নিজের জায়গা থেকে বাঁচুন। তবেই মুক্তি মিলবে এই ভাইরাস থেকে।’
ডা. এজাজ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে এ পুরস্কার পান তিনি।