নির্বাচনের জন্যই চলচ্চিত্রের এই দশা : অনন্ত জলিল
চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোর নির্বাচনের কারণেই ঢাকাই সিনেমার খারাপ দশা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর উত্তরার হাভেলি রেস্টুরেন্টে আয়োজিত ‘দিন : দ্য ডে’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতির চলমান ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি।
অনন্ত জলিল বলেন, ‘কোনো কিছুই অতিরিক্ত ভালো না। এটা তো দুই বছরের একটা নির্বাচন। আমি শুরু থেকেই ইলেকশনের পক্ষে ছিলাম না। আমি এটা পছন্দও করি না। কারণ ইলেকশনের জন্যই আজকে চলচ্চিত্রের এই দশা হয়েছে। সমিতিগুলোর ইলেকশন যদি না হতো তাহলে চলচ্চিত্রে আজকের এই দশা হতো না।’
অনন্ত জলিল মনে করেন, শিল্পী, পরিচালক, প্রযোজক সবাইকে এক করে একটা কমিটি থাকা উচিত। তাঁর ভাষ্যে সেটা এমন, ‘চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি পরিচালনার একটা কমিটি থাকবে। যারা চলচ্চিত্রের সম্মানীত আর্টিস্ট, প্রযোজক ও পরিচালক তারা থাকবেন এই কমিটিতে। এ ছাড়াও অন্যান্যা সংগঠনের যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তারা থাকবেন এতে। এমন সুন্দর একটা কমিটি করলে চলচ্চিত্রে একটা ফাদার থাকতো।’
এই চিত্রনায়ক আরও যুক্ত করেছেন, ‘এখন তো চলচ্চিত্রের ১৮টা ফাদার হয়ে গেছে। মানে চলচ্চিত্র সংশ্লিষ্ঠ ১৮ টা সংগঠনের ১৮টা ফাদার। ১৮ জন ফাদার যদি একটা বাচ্চার থাকে তাহলে ওই বাচ্চা কিভাবে মানুষ হয়? তাই আমি বলি যতদিন পর্যন্ত চলচ্চিত্রে এমন ইলেকশন হতে থাকবে ততদিন পর্যন্ত চলচ্চিত্র ঠিক হবে না।’
দীর্ঘ আট বছর পর সিনেমা হলে ফিরতে যাচ্ছেন অনন্ত জলিল। ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি দিতে যাচ্ছেন বলে ‘শতভাগ’ নিশ্চিত করেছেন তিনি।