নিশোর গল্পের নায়িকা মেহজাবীন, পরিচালক আরিয়ান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/04/nisho-mehjabeen.jpg)
সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর গল্প অবলম্বনে ভালোবাসা দিবসের জন্য নাটক নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নাম ‘কাজলরেখা’। আর এই নাটকে কাজল চরিত্রে দেখা যাবে নিশোকে এবং রেখা চরিত্রে মেহজাবীন চৌধুরীর দেখা মিলবে।
নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন পান্থ শাহরিয়ার। এ প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘একটা মফস্বল শহরের দুজন ছেলেমেয়ের সহজ-সরল প্রেমের গল্প এটি। বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছি। আমি সাধারণত যে ধরনের প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটাও তেমনই। এর মধ্যে কিছু চমক বা বৈচিত্র্য তো থাকছেই। সেটি নাটক উন্মুক্ত হলে দর্শক দেখতে পাবেন।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, শাহেদ আলী সুজন প্রমুখ।
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষ করে শিগগিরই এটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।