নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ফারুকীর ‘ডুব’

Looks like you've blocked notifications!
নেটফ্লিক্সে ‘ডুব’। ছবি : সংগৃহীত

মুক্তির প্রায় সাড়ে তিন বছর পর জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ‘ডুব’ সিনেমা মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আজ (৫ ফেব্রুয়ারি) থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাচ্ছে সিনেমাটি।

এ প্রসঙ্গে সিনেমাটির গল্প লেখক ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘কয়েক বছর ধরে নেটফ্লিক্সে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে। আমরা সবাই সেই সিনেমাগুলো দেখলে নেটফ্লিক্সের কাছে একটা বার্তা যায়। নেটফ্লিক্স জানতে পারে যে, বাংলাদেশের বাজারে লোকাল কনটেন্টের চাহিদা আছে, যা তাদের আরো বেশি লোকাল কনটেন্ট কিনতে আর বানাতে উৎসাহ দেবে।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার, ভারতের এসকে মুভিজ এবং ইরফান খান ফিল্মস প্রযোজিত আলোচিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী এবং পার্ণো মিত্র। ২০১৭ সালের অক্টোবরে ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটি ৯১তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

যদিও বেশ কিছু কারণে সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় আসে এবং সেন্সর বোর্ডে আটকে যায়। দৃশ্য কর্তন সাপেক্ষে মুক্তির অনুমোদন পায় ‘ডুব’।