পদ্মশ্রী পুরস্কার পেলেন করণ, কঙ্গনা, আদনান ও একতা
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেলেন চলচ্চিত্রনির্মাতা করণ জোহর, একতা কাপুর, সংগীতশিল্পী আদনান সামি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। এ পুরস্কার পেয়েছেন আরেক সংগীতশিল্পী সুরেশ ওয়ারকার। এ ছাড়া বর্ষীয়ান টিভি অভিনেতা সারিতা জোশিও পেয়েছেন এ সম্মাননা।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন জানিয়েছে, গতকাল শনিবার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবার শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও বাণিজ্য, খেলা, জনপ্রশাসন, সামাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশলে অবদান রাখা ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হয়।
আর ধ্রুপদি সংগীতশিল্পী বারাণসী ছান্নুলাল মিশ্র পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার।
পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আদনান সামি, কঙ্গনা রনৌত, করণ জোহর ও একতা কাপুর।
আদনান সামি জানিয়েছেন, ভারত সরকারের কাছ থেকে এই পুরস্কার পেয়ে তিনি আনন্দিত ও উচ্ছ্বসিত। যেকোনো শিল্পীর জন্যই এটা বড় প্রাপ্তি।
সদ্যই মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ‘পাঙ্গা’। বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তি তাঁর ভক্তদের দারুণ পুলকিত করেছে। কঙ্গনাকে ‘বলিউডের নির্ভীক রানি’ আখ্যা দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, নির্মাতা করণ জোহর ও একতা কাপুর দুজনই চলচ্চিত্র, ওয়েব সিরিজ, টিভি শো দিয়ে বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছেন। করণ জোহর এ পুরস্কার তাঁর বাবাকে উৎসর্গ করেছেন।
টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করেন একতা কাপুর। আর ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন ছোটপর্দা অঙ্গনের প্রভাবশালী রানি। পুত্রসন্তানের প্রথম জন্মদিনের মাত্র দুদিন আগে পদ্মশ্রী পাওয়ায় তিনি আবেগাপ্লুত। ধন্যবাদ জানিয়েছেন ভক্ত ও অনুরাগীদের।