‘পরাণ’ জুড়ানো রোমান এবার মুন্না, সঙ্গী সেই মিম
রোমানের অভিনয় ‘পরাণ’ জুড়িয়ে দাগ কেটেছে দর্শকমনে। সেই দাগ এতটাই যে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত নায়ক বনে গেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। সেই মাত্রা আরও বাড়িয়ে ‘হাওয়া’ লাগিয়েছে তাঁর ইব্রাহীম চরিত্র।
নায়কের বৃহস্পতি এখন তুঙ্গে, সেই পালে এবার যুক্ত হচ্ছে তাঁর মুন্না চরিত্র। আগামীকাল শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দামাল’; যেখানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করছেন রাজ। এই সিনেমায় তাঁর সঙ্গী হচ্ছেন ‘পরাণে’র সেই অনন্যা। এবার বিদ্যা সিনহা মিমের চরিত্র হাসনা; যিনি রাজের প্রেমিকা ও স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন।
‘পরাণ’ সিনেমায় সাড়া ফেলা এই জুটি ‘দামালে’ কতটা সাড়া জাগাতে পারবেন, কতটা রসায়ন ছড়াতে পারবেন, সেটা সময় বলে দেবে।
তবে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে শরিফুল রাজ বলেন, ‘দর্শক গল্পের জন্যই সিনেমাটি দেখবেন, আমরা মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকার অজানা গল্প দেখিয়েছি সিনেমায়। মিমের সঙ্গে দর্শক আমাকে প্রথম সিনেমায় গ্রহণ করেছে, এবারও আমরা চেষ্টা করেছি; পরিচালক রাফি আমাদের পরপর দুটি কাজের সুযোগ দিয়েছেন।’
বিদ্যা সিনহা মিম বলছেন, ‘যারা অনন্যাকে গালি দিয়েছেন, তারা হাসনাকে তালি দেবেন। হাসনা চরিত্রটি উপভোগ করবেন আশা করছি।’
তারকাবহুল ‘দামাল’ সিনেমায় আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি।
শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা।