পরিবারের সঙ্গে সময় কাটছে করোনাজয়ী কণিকার
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ভক্ত-অনুরাগীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর। একের পর এক পরীক্ষাতে তাঁর করোনাভাইরাস ধরা পড়তে থাকায় চিন্তার বলিরেখা বাড়তে থাকে সবার। তবে খারাপ সময় পেছনে ফেলে এসেছেন। করোনা থেকে সেরে ওঠার পর এই গায়িকা বর্তমানে লক্ষ্ণৌতে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টগ্রামে গত রোববার (২৭ এপ্রিল) একটি মিষ্টি ছবি প্রকাশ্যে আনেন ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। সেখানে তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। ‘সবারই একটি উষ্ণ হাসি, উষ্ণ হৃদয় ও এক কাপ উষ্ণ চা প্রয়োজন,’ ক্যাপশনে লেখেন কণিকা। ছবিতে সবার হাতেই চায়ের কাপ দেখা যাচ্ছিল।
গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান কণিকা। এর আগে ষষ্ঠবারের পরীক্ষায় তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস নেগেটিভ পাওয়া যায়। পরপর দুবার পরীক্ষার ফল নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরে ভারতের উত্তরপ্রদেশ পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
গত ৯ মার্চ লন্ডন থেকে ফেরার পরে ভ্রমণের বিষয়টি লুকানোয় ও পার্টিতে অংশ নেওয়ায় মামলা হয়েছিল কণিকার বিরুদ্ধে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন কণিকা। পরে অবশ্য সেই পোস্ট তিনি মুছে ফেলেন।
শহরের সরোজিনী নগর পুলিশ স্টেশনে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ২৭০ ধারা অনুযায়ী মামলা হয়। অভিযোগ দায়ের করেন লক্ষ্ণৌর চিফ মেডিকেল অফিসার (সিএমও)।