পাঁচ বছর অপেক্ষার পর...
২০১৩ সালে কলকাতার বাংলা ছবির অভিনেতা সোহমকে নিয়ে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন পরিচালক সজল আহমেদ। সেই ছবিতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয় বাংলাদেশের মিষ্টি জান্নাতকে। তবে সোহমের শিডিউল জটিলতায় আটকে যায় ‘আমার প্রেম তুমি’ নামে ছবিটির শুট। নানা বিড়ম্বনার পর ২০১৫ সালে শুট শুরু হয়। ফের সংকটের মুখোমুখি হলেও একটি গান বাদে বাকি শুট শেষ করেন পরিচালক।
নদীর স্রোতের মতোই থেমে থাকেনি ঘড়ির কাঁটা। কেটে যায় পাঁচটি বছর। এত দিনেও একটি গানের জন্য চারটি দিন শিডিউল দিতে পারেননি সোহম! এর মধ্যে দেখাও হয়নি সোহম-মিষ্টির। অবশেষে সোহমের সেই গান বাদ দিয়েই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করেছেন পরিচালক। চলতি বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সজল আহমেদ বলেন, ‘সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। আগামী এপ্রিলে আমরা ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সোহম-মিষ্টির যে একটি গানের কাজ বাকি ছিল, সেটা আর করছি না। ওটা বাদ দিয়েই মুক্তি দেব।’
সজল আরো বলেন, ‘আমরা শুট শেষ করেছিলাম ২০১৫ সালেই। এ কারণে ছবিটি মুক্তি দিতে সমস্যা নেই। গান ছবির সৌন্দর্য বাড়ালেও একটি গান না থাকলে সমস্যা হবে না।’
হেভেন মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘আমার প্রেম তুমি’ ছবিটি মুক্তি পাবে। এ ছবির ‘তবে কি প্রেম তুমি’ শিরোনামের একটি গান লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে সম্প্রতি। শ্রী প্রীতমের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ ও মহালক্ষ্মী। কোরিওগ্রাফি করেছেন শংকরিয়া।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও সমান মনোযোগী চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ভালো ছাত্রী হিসেবে সুনামও ছিল ডেন্টাল কলেজে। সম্প্রতি বিডিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন তিনি।
পড়াশোনার পাশাপাশি ব্যবসায়েও হাতেখড়ি হয়েছে মিষ্টির। এরই মধ্যে তিনি ‘জান্নাত এক্সপ্রেস’ নামে একটি ফ্যাশন হাউস ও ‘সিনে ক্যাফে’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন। পাশাপাশি ডেন্টাল হাসপাতাল করার ইচ্ছে রয়েছে তাঁর।
মিষ্টি জান্নাত ২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেন। ২০১৬ সালে ‘তুই আমার’ সিনেমাটি মুক্তি পায়। সজল আহমেদ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সায়মন সাদিক।
মিষ্টি জান্নাত অভিনীত সর্বশেষ ছবি ‘তুই আমার রানি’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়। যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য।