পূর্ণিমার প্রথম প্রেম সালমান, শাড়ি পরেছিলেন ৪ বছরে

ফের বিয়ে করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর যখন নায়িকা স্বীকার করেছেন, তখন বৃহস্পতিবার রাত। হুট করে এমন খবরে অন্তর্জালে আলোচনায় পূর্ণিমা; মন ভেঙেছে কারও, কেউ বা জানিয়েছেন শুভেচ্ছা।
পূর্ণিমার এমন সুখবরে যাঁদের মন খারাপ, তাঁদের জন্য খবর—নায়িকার প্রথম প্রেম সালমান খান। তাঁর ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন। তার পরেই তাঁর প্রেমে পড়ে যান। ২০১৫ সালে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে নিজের প্রথম প্রেম সম্পর্কে এমনটা জানিয়েছিলেন পূর্ণিমা।
সে সাক্ষাৎকারে নিজের প্রথম পরা শাড়ি প্রসঙ্গে বলেছিলেন, ‘আমার বয়স তখন চার। আমার জন্মদিনের অনুষ্ঠানে মা আমাকে প্রথম শাড়ি পরিয়ে দেন।’

বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর নায়িকা জানিয়েছেন দুমাস পর।
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তাঁর মেয়ের নাম আরশিয়া উমাইজা।