পৃথিবীর সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ার কাইলি

Looks like you've blocked notifications!
মার্কিন প্রসাধনী ব্যবসায়ী ও টেলিভিশন তারকা কাইলি জেনার। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসাধনসামগ্রীর সম্রাজ্ঞী ও টেলিভিশন তারকা কাইলি জেনার বড় রকমের সাফল্যের দেখা পেয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের বিশ্বের সেরা তরুণ আত্মনির্ভরশীল ধনীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই তরুণীর সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়, তালিকায় ৪০ বছর বয়সের নিচে থাকা ৯০ জন ধনী আছেন। এদের মধ্যে ৫৪ জন নিজের আয়ে ধনী, বাকি ৩৬ জন উত্তরাধিকারসূত্রে ধনী। কাইলির পরের স্থানে রয়েছেন ২৪ বছর বয়সী ভারতীয় উদ্যোক্তা রিতেশ আগরওয়াল।

২০১৫ সালে ঠোঁটের নানা অনুষঙ্গ নিয়ে প্রসাধনী ব্যবসা শুরু করেন কাইলি। ২০১৬ সালে তাঁর প্রতিষ্ঠানের নাম ‘কাইলি কসমেটিকস’ রাখা হয়। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে তাঁর প্রতিষ্ঠানের নেট ভ্যালু ছিল ৮০০ বিলিয়ন মার্কিন ডলার।


 
একাধিক প্রসাধনসামগ্রীর ব্যবসা আছে কাইলির। বোন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের সঙ্গে মিলে সম্প্রতি পারফিউমসহ আরো বেশ কিছু পণ্য নিয়ে এসেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ১৬৪ মিলিয়ন অনুসারী রয়েছে জেনারের। অনুসারীর দিক দিয়ে তিনি ইনস্টাগ্রামের ষষ্ঠ জনপ্রিয় তারকা। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রসাধনসামগ্রীর মূল্যও সাধ্যের মধ্যে রাখেন জেনার। এ ছাড়া প্রায়ই ক্রেতাদের নানা ধরনের উপহার দিয়ে থাকেন তিনি।