পেরে উঠছে না কঙ্গনার ‘পাঙ্গা’
বক্স অফিসে সামান্য সংগ্রহ দিয়ে শুরু করেছিল ঠোঁটকাটা হিসেবে পরিচিত বলিউড তারকা কঙ্গনা রনৌতের চলচ্চিত্র ‘পাঙ্গা’র যাত্রা। মুক্তির প্রথম দিনে তিন কোটিও আয় করতে পারেনি ছবিটি। দ্বিতীয় দিনেও ব্যবসায়ে আলোর মুখ দেখেনি। গতকাল ছিল সাপ্তাহিক ছুটির দিন, ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। বাণিজ্য বিশ্লেষকেরা আশা করেছিলেন, এ দিন হয়ত বক্স অফিসের সূচকে কিছুটা হলেও ঊর্ধ্বগতি দেখা যাবে। কিন্তু না, পেরে উঠল না কঙ্গনার পাঙ্গা।
অন্যদিকে, একই দিনে মুক্তি পাওয়া বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ বক্স অফিসে ডাবল ডিজিটে পৌঁছায়। দ্বিতীয় দিনে সংগ্রহ বাড়ে। তৃতীয় দিন অর্থাৎ গতকাল রোববার ভালো আয় করেছে ছবিটি। বরুণ-শ্রদ্ধার ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র কাছে কুপোকাত হলো কঙ্গনার ‘পাঙ্গা’। আয়ের ব্যবধানও অনেক।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, কঙ্গনার ‘পাঙ্গা’ ও অজয় দেবগনের ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির সঙ্গে প্রতিযোগিতা সত্ত্বেও গতকাল ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ১৭ কোটির বেশি কামিয়েছে।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান, প্রজাতন্ত্র দিবসে ভালো আয় করেছে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। তাঁর হিসাবে—শুক্রবার ১০.২৬ কোটি, শনিবার ১৩.২১ কোটি, রোববার ১৭.৭৬ কোটি; মোট সংগ্রহ ৪১.২৩ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।
অবশ্য বরুণ ধাওয়ানের সর্বশেষ ছবি ‘কলঙ্ক’ তিন দিনে আয় করেছিল ৪৩ কোটি রুপি, সে হিসাবে নতুন ছবি কম ব্যবসা করল।
এদিকে, কঙ্গনা রনৌতের ‘পাঙ্গা’ খুব একটা আয় করতে পারেনি। রোববার এ ছবি সংগ্রহ করে ৬.৬০ কোটি রুপি। সব মিলিয়ে তিন দিনে ‘পাঙ্গা’ আয় করল ১৪.৯১ কোটি রুপি।
অন্যদিকে, অজয় দেবগনের ‘তানহাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ এখনো সাফল্য অব্যাহত রেখেছে। এরই মধ্যে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ছবিটি। গতকাল রোববারও এ ছবি আয় করেছে ১২.৫৮ কোটি রুপি। সব মিলিয়ে সংগ্রহ দাঁড়িয়েছে ২২৪.৯৩ কেটি রুপি।
অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ‘পাঙ্গা’ ছবিতে কঙ্গনা রনৌত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা, নীনা গুপ্ত ও জেসি গিল। বিয়ে ও মাতৃত্বের পরেও কাবাডি খেলায় ফিরে আসার সংগ্রামমুখর গল্পই ‘পাঙ্গা’। পাঙ্গা মানে চ্যালেঞ্জ।
রেমো ডি সুজা পরিচালিত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিতে বরুণ-শ্রদ্ধা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রভুদেবা ও নোরা ফাতেহি। এটি রেমোর এবিসিডি সিরিজের তৃতীয় কিস্তি। যুক্তরাজ্যভিত্তিক নৃত্যদল স্ট্রিট ড্যান্সার থ্রিডি নিয়ে ছবির গল্প।