পোশাক পরে তোপের মুখে প্রিয়াঙ্কা, পাশে দাঁড়ালেন সুচিত্রা
সাদা রঙের নেকলাইন পোশাক পরে গ্র্যামির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের হাত ধরেই গ্র্যামির মঞ্চে হাজির হন এ অভিনেত্রী। আর সেই পোশাকের কারণে অন্তর্জালবাসীর তীব্র কটাক্ষের মুখে পড়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী।
গ্র্যামির আউটিংয়ে সবুজ রঙের নেকলাইন পোশাক পরে হাজির হন জেনিফার লোপেজ। জেনিফারের রাস্তা ধরেই এবার গ্র্যামির মূল অনুষ্ঠানে নজর কাড়েন প্রিয়াঙ্কা। সেই ছবি অন্তর্জালে প্রকাশ পেলে প্রিয়াঙ্কার পোশাক নিয়ে জোর সমালোচনা শুরু করেন নেটিজেনরা।
পিসির পোশাক দেখে কেউ কেউ তাঁকে গালিগালাজও করেছেন। আবার কেউ কেউ বলছেন ‘ভয়ংকর পোশাক’ পরেছেন প্রিয়াঙ্কা। আবার কেউ বলেছেন, ডিজাইনার কী ভেবে প্রিয়াঙ্কার ওই পোশাক তৈরি করেছেন? ‘কুৎসিত’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। কেউ কেউ বলেছে, ‘একটু বেশি হয়ে গেল!’
তবে তোপের মুখে পড়া প্রিয়াঙ্কা চোপড়ার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। ‘দ্য ব্যাচেলরেট’খ্যাত কানাডীয় অভিনেতা কেটলিন ব্রিস্তোও পাশে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কার। ডিজাইনার ওয়েন্ডেল রডরিকস প্রিয়াঙ্কাকে ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ বলে সম্বোধন করেছেন।
অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি ইনস্টাগ্রামে পোস্ট করা এক দীর্ঘ পোস্টে প্রিয়াঙ্কার প্রশংসা করেন। বলেন, প্রিয়াঙ্কার আত্মবিশ্বাস যেকোনো নারীর জন্যই অনুপ্রেরণার। তাঁর মতে, প্রিয়াঙ্কা ‘পেট লুকানোর চেষ্টা করেননি’, আর তাই তাঁকে আরো সুন্দর লেগেছে। সুচিত্রা আরো বলেন, আগে কখনো তিনি প্রিয়াঙ্কা ভক্ত ছিলেন না, কিন্তু এই পোশাক পরার পর তাঁর অনুরাগী হয়ে গেছেন। আর যাঁরা প্রিয়াঙ্কার পোশাক ও শরীর নিয়ে কটাক্ষ করেছেন, তাঁদের তুলাধোনা করেছেন সুচিত্রা।
এমন তীব্র সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা মুখ খুলতে দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে কেন হাঁটুর উপরে ওঠানো পোশাক পরেছেন প্রিয়াঙ্কা, তা নিয়েও জোর কটাক্ষ করা হয় তাঁকে।
প্রিয়াঙ্কাকে সর্বশেষ সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা যায়। সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি।