প্রকাশ্যে রিয়ার এক বছরের কল রেকর্ড
ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে গতকাল শুক্রবার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দপ্তরে হাজির হন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মুখে মাস্ক, মাথায় ওড়না দিয়ে ইডির দপ্তরে হাজির হন রিয়া। সুশান্তের বিশেষ বান্ধবী যখন ইডির দপ্তরে হাজির হন, সে সময় প্রকাশ পায় তাঁর গত এক বছরের কল রেকর্ড। এক বছর ধরে রিয়া কার কার সঙ্গে কতবার কথা বলেছেন, সেই তালিকা এলো প্রকাশ্যে।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ ও জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে ১১৯২ বার কথা বলেছেন রিয়া। ভাইয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে ১০৬৯ বার। অন্যদিকে, গত এক বছরে সুশান্তের সঙ্গে রিয়ার কথা হয়েছে ১৪৫ বার। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে রিয়ার কথা হয় ২৮৭ বার, যা সুশান্তের তুলনায় অনেকটাই বেশি।
রিয়া ৭৯১ বার কথা বলেছেন ম্যানেজার শ্রুতি মোদির সঙ্গে। সিদ্ধার্থ পিটানির সঙ্গে কথা হয়েছে ১০০ বার। পরিচারক দীপেশ সাওয়ান্তের সঙ্গে কথা হয়েছে ৪১ বার এবং সুশান্তের রানি দিদির সঙ্গে এক বছরে তাঁর কথা হয়েছে চারবার।
অন্যদিকে গত এক বছরে রিয়ার সঙ্গে মহেশ ভাটের কথা হয় ১৬ বার। অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে কথা হয় ২৩ বার। সুশান্তের বর্তমান ম্যানেজার উদয় সিং গৌরীর সঙ্গে রিয়ার কথা হয় ২২ বার।
রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। শুধু তা-ই নয়, পত্রপত্রিকার খবর, সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে ৫৫ কোটি রুপি ছিল এবং রাতারাতি ৫৪ কোটি রুপি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। এর কারণ খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
গত ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত। তবে কঙ্গনা রনৌতসহ অনেকে একে খুন বলে অভিহিত করেছেন। অনেকে বলেছেন, সুশান্ত স্বজনপোষণের শিকার। মুম্বাই পুলিশ নানা দৃষ্টিকোণ থেকে এ মামলার তদন্ত করছে।
মামলার পর রিয়া চক্রবর্তী, শেখর কাপুর, আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা বানসালি, মুকেশ ছাবড়াসহ ৫০ জনের বেশি মানুষের বয়ান রেকর্ড করেছে পুলিশ।