এ সপ্তাহের সিনেমা

প্রচারণা ছাড়াই ২ সিনেমার মুক্তি, দেখতে পারেন ‘দ্য লস্ট সিটি’

Looks like you've blocked notifications!
সিনেমার পোস্টার ও দৃশ্য। ছবি : সংগৃহীত

তেমন কোনও প্রচারণা ছাড়াই মার্চের শেষ শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে ‘লকডাউন লাভ স্টোরি’ ও ‘জাল ছেঁড়ার সময়’ শিরোনামের দুটি সিনেমা। আর হলিউডের আলোচিত ‘দ্য লস্ট সিটি’ সিনেমা ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ বেশ কিছু সিনেমা হলে দেখা যাচ্ছে।

রোমান্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির সংমিশ্রণে নির্মিত ‘দ্য লস্ট সিটি’ পরিচালনা করেছেন অ্যাডাম নি ও অ্যারন নি ভাতৃদ্বয়। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে হলিউডের দুই সুপারস্টার স্যান্ড্রা বুলক ও ব্র্যাড পিটকে। এরই মধ্যে হলিউডের কয়েকটি নামকরা পত্রিকার রিভিউয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে এ সিনেমা।

এ ছাড়া তেমন কোনও প্রচারণা ছাড়াই দেশের মাত্র ছয় সিনেমা হলে আজ মুক্তি পেয়েছে ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডলের পরিচালনায় সিনেমাটিতে চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করেছেন সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় নভেল করোনাভাইরাসের মধ্যে জনজীবনের লকডাউনের প্রভাব ও ঘরবন্দি সময়ের ভালোবাসার গল্প উঠে এসেছে।

এদিকে, অনেকটা নীরবে সাজ্জাদ হায়দারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত ‘জাল ছেঁড়ার সময়’ সিনেমাটি আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি দেশের কয়টি হলে মুক্তি পেয়েছে, সে তথ্য নিশ্চিত হতে পারেনি এনটিভি অনলাইন।
  
সিনেমাটিতে স্বপ্নবাজ দুই তরুণের গল্প তুলে আনা হয়েছে। আশিক, ইমন, এমদাদ, সুস্মিতা ও অঞ্জলি নামের কয়েক জন নবাগত অভিনয়শিল্পী কাজ করেছেন।