প্রথম বিবাহবার্ষিকীতে তমার ‘সুপারহিরো’ কানাডায়, নায়িকা ঢাকায়!

প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে হাজারও মাইল দূরে চিত্রনায়িকা তমা মির্জা। কানাডায় আছেন তাঁর স্বামী আর তিনি ঢাকায়। করোনাভাইরাসের প্রকোপে বন্ধ রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল, তাই ইচ্ছে থাকলেও একসঙ্গে হতে পারেননি তাঁরা।
তবে অনলাইনে ভিডিও কলে কথা বলছেন, কাটছেন কেক। এই করোনার প্রকোপের মধ্যেও সারপ্রাইজ দিতে ভোলেননি স্বামী চিশতি। তা পেয়ে আবেগে আপ্লুত তমা মির্জা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী গত বছরের ৭ মে রাজধানীর গুলশানে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনেকটা রাজকীয় আয়োজনে কানাডা প্রবাসী হিশাম চিশতিকে বিয়ে করেন।
তমা মির্জা এনটিভি অনলাইনকে বলেন, ‘হাজারো মাইল দূরে থেকেও আমরা অনেক কাছে। কারণ আমাদের মনের মিল অনেক বেশি। রাত ১২টা থেকে আমরা অনলাইনে লাইভ ভিডিওতে আছি। একসঙ্গে কেক কেটেছি। গল্প করছি। সবাই সোশ্যাল মিডিয়ায় উইশ করছে। সব মিলিয়ে সুন্দর একটা দিন পার করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবার ভালোবাসা নিয়ে এভাবে সারা জীবন একসঙ্গে কাটাতে পারি।’
নিজের প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীর কাছে থেকে পাওয়া সারপ্রাইজ নিয়ে ফেসবুকে অনুভূতি প্রকাশ করেন এই নায়িকা। তমা মির্জা লিখেছেন, ‘আমি জানি, আমার স্বামী আমাকে সারপ্রাইজ দিতে ভালোবাসে। কিন্তু এই মহামারির সময়ে আমি তার কাছে কিছু প্রত্যাশা করিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না সে কীভাবে এত সুন্দর উপহার, ফুল, কেক ম্যানেজ করল। সত্যি আমি ভাষাহীন, বিশ্বের সবচেয়ে ভাগ্যবতী স্ত্রী মনে হচ্ছে নিজেকে। যেকোনো কিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি আমার সুপারহিরো।’
গেল বছর বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় তমার। বিয়ের পর দুজন দুই প্রান্তে বসবাস করলেও মাঝেমধ্যেই বিদেশে দেখা করেন তাঁরা। তমা মির্জা এখন অভিনয় ও উপস্থাপনা দুটোই করছেন। এ ছাড়া করোনা সংকট শুরু আগে ঈদের জন্য একটি মেহেদির বিজ্ঞাপন ও নিউইয়র্ক ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে পারফর্ম করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এ ছাড়া এ চিত্রনায়িকা অভিনয় করেছেন অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’ ছবিতে। পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।