প্রথম সিনেমার শুট শেষ করেছেন সাইফ পুত্র ইব্রাহিম

পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে বলিউড তারকা সাইফ আলি খান। ছবি : সংগৃহীত
জল্পনা-কল্পনা চলছিল বহু দিন ধরেই। অবশেষে অবসান হয়েছে সেই জল্পনার। পরিবারের বাকি সদস্যদের মতো বলিউডের দিকে পা বাড়ালেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। নিজের ভাইয়ের এই প্রবেশের কথা প্রকাশ করেছেন বোন সারা আলি খান নিজেই। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, ভাই ইব্রাহিমের বলিউড অভিষেক হবে।
সারা বলেন, ‘ইব্রাহিম ওর প্রথম সিনেমার শুটিং শেষ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না!’
সারা আরও বলেন, ‘যখনই সে স্কুল কিংবা শুটিং থেকে বাড়িতে আসে, আমি ও আমার মা (অমৃতা সিং) ইব্রাহিমের সঙ্গে একইভাবে ব্যাবহার করি, তাই আমাদের দুজনের কাছেই এটা খুবই আবেগপ্রবণ মুহূর্ত।’
তবে ইব্রাহিম কোন পরিচালকের সঙ্গে কোন সিনেনায় কাজ করছেন তা এখনও প্রকাশ্যে আসেনি।