প্রভাসের নামে মাথায় ট্যাটু, ভক্তকে দামি ঘড়ি উপহার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/18/prabhas.jpg)
ভক্তের সঙ্গে সুপারস্টার প্রভাস। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস এখন বিশ্বজুড়ে পরিচিত। তাঁর উদার মনোভাবের কথাও জানেন অনুরাগীরা। এবার এক ভক্তকে দামি ঘড়ি উপহার দিলেন এ সর্বভারতীয় তারকা।
টাইমস অব ইন্ডিয়ার খবর, এক ভক্ত তাঁর মাথায় প্রভাস নামে ট্যাটু এঁকেছেন। ভক্তের এই নিবেদনে যারপরনাই প্রফুল্ল অভিনেতা। তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। উপহার দিয়েছেন দামি ঘড়ি।
ওই ভক্ত প্রভাসের নামে মাথায় ট্যাটু এঁকে সামাজিক পাতায় পোস্ট করেন। পরে সে ছবি ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে প্রভাসের।
ভক্তের ভালোবাসায় সাড়া না দিয়ে পারেন প্রভাস? একেবারে নিজের বাসায় দাওয়াত দেন। খোশগল্প করেন। পরে তাঁকে একটি দামি ঘড়ি উপহার দেন। সেই ঘড়ির ছবিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।