প্রশংসিত ‘পদ্মাপুরাণ’, বাড়ছে হল

Looks like you've blocked notifications!
সিনেমাটির পোস্টারের সামনে নির্মাতা। ছবি : সংগৃহীত

দুই যুগের বেশি সংসারজীবনে এই প্রথম স্ত্রী সালমা আসিফ মিতুকে নিয়ে সিনেমা হলে গিয়েছেন তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। কোনও প্রচারণা নয়; নিখাদ বিনোদনের জন্য সস্ত্রীক দেখেছেন ‘পদ্মাপুরাণ’ সিনেমা।

সিনেমাটি দেখা প্রসঙ্গে আসিফ জানিয়েছেন, ‘এর আগে আমার একটি সিনেমার জন্য দুজন একসঙ্গে হলে গিয়েছিলাম, সেটা ছিল প্রচারণার জন্য। কিন্তু এই প্রথম বার একসঙ্গে সিনেমা দেখলাম। খুব দারুণ অভিজ্ঞতা; বেশ উপভোগ্য  সিনেমাটি।’

আসিফ আকবরের মতো অনেকেই ‘পদ্মাপুরাণ’ সিনেমার প্রশংসা করছেন। ফেসবুকে চলচ্চিত্রভিত্তিক গ্রুপে কয়েক দিন নজর রেখে সেটার প্রমাণ পাওয়া গেল।

মুক্তির দিনই রহমান মতি নামের একজন ‘বাংলা চলচ্চিত্র’ ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘রাশিদ পলাশ একটি পরিচ্ছন্ন ভালো ছবি নির্মাণ করেছেন এবং পদ্মার মতো দেশের প্রধান একটি নদীকে নিয়ে ছবিটি ডকুমেন্ট হয়ে গেল, যা ছবিটির জন্য নদীকেন্দ্রিক চলচ্চিত্রে অবশ্যই রেফারেন্স হিসেবে থাকবে।’

সিনেমাটি দেখে সাংবাদিক অনিন্দ্য মামুন লিখেছেন, ‘পদ্মাপুরাণ দেখলাম। দারুণ গল্প। অসাধারণ সিনেমাটোগ্রাফি। প্রথম ছবি হিসেবে নির্মাতা দারুণ বানিয়েছেন।’

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির টিমের একাংশ। ছবি : এনটিভি অনলাইন

শুধু অন্তর্জালে নয়, রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে যাওয়া অনেকেই এই প্রতিবেদককে সিনেমাটি দেখে ভালো লাগার কথা জানিয়েছেন। তবে অনেকেই সিনেমাটির বেশ কিছু বিষয় আরও ভালো করা সম্ভব ছিল বলে জানিয়েছেন।

৮ অক্টোবর মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ সিনেমা প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ আজ বুধবার দুপুরে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘কারনোকালে আমাদের এখানে সিনেমাটি ভালোই চলছে। বাংলা সিনেমা হিসেবে বেশ ভালো রিপোর্ট বলা যায়। সিনেমাটির ব্যাপারে আমরা পজিটিভ।’

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ এনটিভি অনলাইনকে বলেন, ‘সিনেমাটি নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলেও বেশ ভালো চলছে; আমি নিজে নারায়ণগঞ্জে গিয়ে দুটি শো দেখেছি, প্রায় ৬০ ভাগ দর্শক ছিল। অনেকেই বিভিন্ন মাধ্যমে সিনেমাটি নিয়ে ভালো কথা বলছেন দেখে ভালো লাগছে। সে কারণে সিনেমাটির হল বাড়ছে। রাজধানীর সৈনিক হল ও বরিশালে সিনেমাটি চলবে আগামী সপ্তাহ থেকে। এটা তো কমার্শিয়াল সিনেমা নয়, তাই আমাদের দর্শক নির্দিষ্ট; আস্তে আস্তে আমরা সেসব দর্শকের কাছে পৌঁছাতে চাই।’

সিনেমাটির পোস্টার। ছবি : সংগৃহীত

পদ্মাপাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান শশী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশীষ, সাদিয়া তানজিন প্রমুখ।