প্রসেনজিতের সিনেমার সংখ্যা শুনে আমিরের হাত থেকে পড়ে ছিল কফির মগ
দীর্ঘ ক্যারিয়ারে প্রসেনজিৎ থেকে ‘বুম্বাদা’ হয়ে উঠেছেন কলকাতার সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউডে দর্শক যখন সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, তখনই ভিন্নধর্মী সিনেমায় কাজ করে সিনেমা হলে দর্শক ফিরিয়েছেন বুম্বাদা।
বাবা বিশ্বজিতের পরিচালনায় ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে ‘ছোট্ট জিজ্ঞাসা’ সিনেমাতে প্রথম অভিনয় করেন প্রসেনজিৎ। তবে ১৯৮৩ সালে তিনি প্রথম নায়ক হন ‘দুটি পাতা’ সিনেমায় অভিনয় করে। তাহলে এই দীর্ঘ ক্যারিয়ারে সবর্মোট কতটি সিনেমায় অভিনয় করেছেন বুম্বাদা?
এই প্রশ্নে কলকাতার গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মজার এক গল্প শুনিয়েছেন প্রসেনজিৎ। তিনি বলেন, ‘একবার আমিরের (বলিউড সুপারস্টার আমির খান) সঙ্গে এটা নিয়ে আমার গল্প হচ্ছিল। আমার সিনেমার সংখ্যা শুনে ওঁর হাত থেকে কফির কাপ পড়ে গেল।’
সাক্ষাৎকারে প্রসেনজিৎ আরো বলেন, ‘আমার বয়স ৫৮। কিন্তু ৩০-এর ওপর উঠতে চাই না। সে জন্য রোজ লড়াই করি।’
নিজের পছন্দের সেরা পাঁচ সিনেমা হিসেবে নাম বলেছেন ‘অমর সঙ্গী’, ‘মনের মানুষ’, ‘দোসর’, ‘জাতিস্মর’ ও ‘ময়ূরাক্ষী’। তবে এ প্রসঙ্গে নায়কের বক্তব্য, ‘কিশোর কুমার জুনিয়র সিনেমার চরিত্রটাও আমার বড় প্রিয়। ৩৫০-এর কাছাকাছি সিনেমা থেকে এভাবে পাঁচটা প্রিয় কি বাছা যায়?’
৫৮ বছর বয়সী এই অভিনেতার তিনটি ইচ্ছেপূরণ এখনো হয়নি। সেই তালিকাতে প্রসেনজিৎ বলেছেন, ‘আমি পরিচালক হতে চাই। দুই, মানুষ হিসেবে আমি খুব ভালো না হলেও আমি যে খুব খারাপ নই, সেটা একশ শতাংশ মানুষের কাছে এখনো প্রমাণ করে উঠতে পারিনি। ওই লড়াইটা এখনো লড়ছি। তিন, আমার ছেলে ফুটবল খেলতে খুব ভালোবাসে বলে দেখতে চাই, কোনোদিন ও একটা ভালো ক্লাবের হয়ে ফুটবল খেলছে।’