প্রিয় কোভিড, দয়া করে এবার বিদায় হও : জেনিফার
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে হতাশ ও ক্লান্ত হয়ে পড়েছেন। এই ভাইরাসকে তিনি এবার বিদায় হতে বলেছেন তাঁর নিজস্ব ভঙ্গিতে।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, ‘ফ্রেন্ডস’খ্যাত তারকা গতকাল বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ্যে আনেন। সেখানে তাঁকে কোনো কিছুর প্রতি রাগান্বিত হয়ে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়। সেটা যে করোনাভাইরাসের প্রতি, তা স্পষ্ট।
‘প্রিয় কোভিড, দয়া করে এবার বিদায় হও... ধন্যবাদ, বিদায়,’ ক্যাপশনে লেখেন তিনি। জেনিফার যে খুবই বিরক্ত ও রেগে আছেন, তা তাঁর ইমোকন দেখলেও বোঝা যাবে।
বাইরে ডাইনিং টেবিলে বসা জেনিফারের চুল এ সময় পনিটেইল স্টাইলে বাঁধা ছিল। এ সময় জেনিফারের পরনে ধূসর বর্ণের স্পোর্টিং টপ ও কমলা রঙের প্যান্ট ছিল। ছবিটি এখন পর্যন্ত ৬১ লাখের বেশি লাইক সংগ্রহ করেছে।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার একদিনে প্রাণ হারিয়েছেন দুই হাজার ১২৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে।