প্রেমিকের চরিত্র উন্মোচন করবেন মাসুদ সেজান
ভাড়াটিয়া, বাড়িওয়ালা, স্বামী-স্ত্রী, নেতা, ভোটার প্রত্যেকের রয়েছে আলাদা চরিত্র। সে চরিত্রগুলো ঈদের নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় তুলে ধরেন নন্দিত নির্মাতা মাসুদ সেজান। আসন্ন ঈদে তিনি তুলে ধরবেন প্রেমিকের চরিত্র।
এ বিষয়ে নির্মাতা মাসুদ সেজান এনটিভি অনলাইনকে বলেন, “গত কয়েক বছর ধরে প্রতি ঈদে আমার নির্মিত ‘চরিত্র’ সিরিজ দর্শক দেখে আসছেন। ‘চরিত্র : ভোটার’, ‘চরিত্র : নেতা’, ‘চরিত্র : স্বামী’, ‘চরিত্র : স্ত্রী’, ‘চরিত্র : ভাড়াটিয়া’র পর এবার ঈদে ‘চরিত্র : প্রেমিক’ নিয়ে দর্শকের সামনে আসছি। এ সিরিজটির প্রতি দর্শকের যে ভালোবাসা ও ভালোলাগার প্রকাশ দেখতে পেয়েছি, আমার বিশ্বাস ‘চরিত্র : প্রেমিক’ দেখেও তাঁরা বিনোদিত হবেন।”
নাটকের গল্প নিয়ে সেজান বলেন, ‘রাসেল ও শায়লা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে। প্রেমের সময়টাতে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের পর হঠাৎ রাসেলের প্রেমিক চরিত্রটি উধাও হয়ে যায়, রাসেল একটা সময় শায়লাকে খুশি করার জন্য অস্থির থাকত, সেই রাসেল এখন উঠতে-বসতে কথায়-কথায় শায়লাকে খোঁচা দিয়ে কথা বলে, চুন থেকে পান খসলেই মানসিক নির্যাতনের চূড়ান্ত আচরণে ঢুকে যায়।’
নির্মাতা আরো জানান, শায়লা রাসেলের এই পরিবর্তনকে একটা পর্যায়ে স্বাভাবিক হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু বছর দুয়েক পর বিপত্তি বাধে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে রাসেল আবার সেই আগের প্রেমিক চরিত্রটি হয়ে যায়। শায়লার মনে সন্দেহ দানা বাঁধে। শায়লা রাসেলের এই হঠাৎ পরিবর্তনের রহস্য বের করার অনুসন্ধানে নামে। এভাবে এগোয় নাটকের গল্প।
মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘চরিত্র : প্রেমিক’ শিরোনামের এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা, স্বর্ণলতা, মুসাফির সৈয়দ, সৈয়দ গোলাম সারওয়ার, সাথী মাহমুদ, আল আমিন সবুজ, শহিদুল মুরাদ ও বিশেষ চরিত্রে নাবিলা ইসলাম। একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।