প্রেমের গল্পে মাহতিম সাকিবের ‘রঙিন কাঁচের দরজা’
তরুণ প্রজন্মের সংগীতশিল্পী মাহতিম সাকিব আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘রঙিন কাঁচের দরজা’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন। এটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজন করেছেন অপু রায়হান।
গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ঢাকার বিভিন্ন অভিজাত লোকেশনে মিউজিক্যাল ফিল্মটি শুটিং করা হয়েছে। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হয়েছেনতারেক জামান তাঞ্জ এবং আদিবা। একটা ছেলের প্রথম দেখায় একটা মেয়েকে ভালোলাগা এবং তাদের কাছে আসার গল্পে নির্মাণ করা হয়েছে গানটি। ভালোবাসা দিবসে ‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
গানটি সম্পর্কে মাহতিম সাকিব বলেন, ‘নিপু ভাইয়ের কথা ও সুরে নতুন একটি রোমান্টিক মৌলিক গান করেছি। সেটা ভালোবাসা দিবসে আসছে। গানের কথাগুলো শুনেই ভালো লেগেছে। আশাকরি শ্রোতামহলের কাছে গানটি ভালো লাগবে।’