ফোনের পর সোশ্যাল মিডিয়ার ‘ভণ্ডামি’ ছাড়লেন আমির
আগেই মোবাইল ছেড়েছিলেন, এবার সোশ্যাল মিডিয়া ছাড়লেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। নিজের ৫৬তম জন্মদিনের একদিন পর এমন ঘোষণা দিয়েছেন বলিউডের এই খান।
এক বিজ্ঞপ্তিতে ভক্তদের উদ্দেশে আমির খান বলেছেন, ‘জন্মদিনে আমাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমার মন ভরে গিয়েছে। আরেকটা খবর আছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় আমি একটু বেশিই সক্রিয়, তাই আমি এই ভণ্ডামি ত্যাগ করছি। আমরা আগে যেভাবে যোগাযোগ রাখতাম, সেভাবেই রাখব। আরেকটি কথা, আমির খান প্রোডাকশনস একটি অফিশিয়াল চ্যানেল শুরু করেছে। ভবিষ্যতে সেখানে আমার ও আমার সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। নাম akppl.official। সবার জন্য অনেক ভালোবাসা।’
নিজের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ের জন্য কিছুদিন আগে মোবাইল ফোন ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই অভিনেতা। বলিউড বাবলের খবর, সিনেমাটির মুক্তি আগ পর্যন্ত অন্তর্জালেও দেখা মিলবে না আমিরের।
‘লাল সিং চাড্ডা’ টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি সংস্করণ। ২০১৯ সালে এ সিনেমা মুক্তির কথা থাকলেও পরে ২০২০ সালের ডিসেম্বরে পিছিয়ে নেওয়া হয়। আর এখন চোখ এ বছরের বড়দিনে। এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা।