বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কবরীর ‘এই তুমি সেই তুমি’
অভিনেত্রী কবরীর দ্বিতীয় চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’র কাজ শুরু হচ্ছে। সরকারি অনুদানে করা হচ্ছে ছবিটি। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন কবরী।
আগামী ১৭ মার্চ ঢাকার উত্তরায় প্রথম দফার দিনের শুটিংয়ে অংশ নেবেন ছবির নায়ক রায়হান রিয়াদ। এই দফার পাঁচ দিনের শুটিংয়ে অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন বলে জানান কবরী। এর মধ্য দিয়ে সিনেমা পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙতে যাচ্ছেন এই অভিনয়শিল্পী।
কবরী বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সরকারি ও বেসরকারি সব অনুষ্ঠান ছোট পরিসরে করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজের দ্বিতীয় ছবির শুটিং শুরু করছি। যে এফডিসি বঙ্গবন্ধুর হাতে গড়া, সেই এফডিসি একসময়ের মীনা পালকে আজ সবার কাছে কবরী বানিয়েছে। এটি আমাকে গর্বিত করে। দিনটিকে আমার জীবনে স্মরণীয় করে রাখতে চাই বলেই নতুন ছবির শুটিংয়ের জন্য ওই দিনকেই বেছে নিয়েছি।’
কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং' ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু। এরপর অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি,’ ‘পারুলের সংসার,’ ‘বিনিময়’, ‘আগন্তুক’সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা' এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম'সহ অসংখ্য চলচ্চিত্র।