বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলা

Looks like you've blocked notifications!
চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলা। ছবি : শামছুল হক রিপন

গাজীপুরের কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলা। চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতিতে সেখানে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

আজ শুক্রবার ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকেই বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে একে একে উপস্থিত হতে থাকেন চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ। পরিচালকদের অনেকেই সপরিবার উপস্থিত হয়েছেন সেখানে। এসেছেন প্রযোজক, কলাকুশলী, অভিনেতা-অভিনেত্রী, গায়কেরাও। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে সেখানে থাকছে নারীদের জন্য হাঁড়িভাঙা প্রতিযোগিতা, চেয়ার দৌড়, শিশুদের জন্য বিস্কুট দৌড়। এ ছাড়া আয়োজন করা হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচের।

পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘সারা বছর কাজের কারণে নিজেদের নিয়েই ব্যস্ত থাকি আমরা। তাই পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারি না। এ ছাড়া চলচ্চিত্র অঙ্গনের অনেকের সঙ্গেই বিভিন্ন কারণে অনেক দিন দেখা হয় না। এ ধরনের আয়োজন তাই মিলনমেলায় পরিণত হয়। এতে পারিবারিক বন্ধনও দৃঢ় হয়।’

অভিনেতা অমিত হাসান বলেন, ‘অনেক পরিচালকের সঙ্গেই আমাদের বেশ ভালো সম্পর্ক। এ রকম আয়োজনের ফলে সেই সম্পর্ক আরো জোরদার হয়। তাই নিয়মিত এমন আয়োজন হওয়া উচিত।’

ওস্তাদ জাহাঙ্গীর আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে আছি। ব্যক্তিগত ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতে হয়। এই ধরনের মিলনমেলার ফলে আমরা একত্র হতে পারি।’