বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অনেক ব্যবসায়ীর স্বপ্ন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কথা স্মরণ করে বুধবার (৫ এপ্রিল) রাতে অভিনেত্রী অপু বিশ্বাস এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন কিংবা পুড়ে যাওয়া এসব কিছুই বুঝি না, শুধু দেখতাম মা, বাবা, কাকা ও দিদি সবাই কান্না করছিল। আর তারা বলছিল আমাদের সবই শেষ।
এরপর তিনি বলেন, ‘বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। সারা রাত বাবা, কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোর বেলা জানতে পারলো আমাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কি গেছে, কিন্তু আজকে বুঝতে পারছি বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে।’
‘এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনও পরিবারের উপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।’