বচ্চন পরিবারের দ্বিতীয় করোনা পরীক্ষা বুধবার
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে খবরের শিরোনামে আসেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার। প্রথমে অমিতাভ ও তাঁর সন্তান অভিষেক বচ্চনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। ফলে তাঁদের মুম্বাইয়ের ননবতী হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। পরবর্তীতে অমিতাভের পুত্রবধূ ও অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর কন্যা আরাধ্যাও করোনায় আক্রান্ত হন। গত শুক্রবার (১৭ জুলাই) তাঁদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, অমিতাভ ও অভিষেকের হাসপাতালে ভর্তির সপ্তাহ পেরিয়েছে এরই মধ্যে। তাঁরা এখন ভালো আছেন ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। অন্যদিকে ঐশ্বরিয়ার সিটি স্ক্যান রিপোর্টে সবকিছু স্বাভাবিক উল্লেখ করে তাঁর জ্বর ও গলার সংক্রমণও কমছে বলে জানানো হয়। তাঁর মেয়ে আরাধ্যাও স্বাভাবিক আছে। হাসপাতালে ভর্তির পর আরাধ্যার আর জ্বর হয়নি। তবে ডাক্তাররা প্রত্যেকের প্রতি নজর রাখছেন ও বিএমসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এ ছাড়া তাঁদের প্রতিদিনের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিচ্ছেন।
আগামী বুধবার (২২ জুলাই) পুরো বচ্চন পরিবারের দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করা হবে। আর এর ফলাফল আসার পর ডা. বারবি, ডা. আনসারি এবং তাঁদের দল অমিতাভ ও তাঁর পরিবারকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে কি না এবং পরবর্তী চিকিৎসা কোন পদ্ধতিতে চলবে, সেই সিদ্ধান্ত নেবেন।
এর আগে হাসপাতালের একটি সূত্র জানিয়েছিল, ‘তাঁরা সবাই (অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা) ঠিক আছেন। চিকিৎসার পর তাঁদের উন্নতি হয়েছে। সেলফ আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন তাঁরা। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন হাসপাতালে থাকবেন সম্ভবত এক-দুদিনের জন্য। ঐশ্বরিয়ার কাশি হয়েছিল। তিনি এখন ঠিক আছেন। ঐশ্বরিয়া ও আরাধ্যাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’ বার্তা সংস্থা পিটিআইয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আনেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। জানিয়েছিলেন, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এরপর খবর আসে, তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত। অভিষেকও টুইটারে এ খবর জানান। দ্রুত অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি করা হয়। অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা একই হাসপাতালে ভর্তি রয়েছেন। পুরো পরিবারের জন্য প্রার্থনা করে টুইট করছেন অসংখ্য অনুরাগী।