বনগঙ্গায় ঋষি কাপুরের ‘অস্থি বিসর্জন’ করলেন দুই ছেলেমেয়ে
বাবা কিংবদন্তি বলিউড অভিনেতা ঋষি কাপুরের শেষকৃত্যে অংশ নিতে চেয়েছিলেন মেয়ে রিধিমা কাপুর সাহনি। তবে ১৪০০ কিলোমিটার দূরের বাড়ি থেকে আকাশপথে মুম্বাই আসার অনুমতি না পাওয়ায় ৩০ এপ্রিল অনুষ্ঠিত হওয়া শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি। ক্যানসারে বাবার শেষ বিদায়ের দুদিন পর শনিবার রাতে মুম্বাইয়ে ফেরেন রিধিমা। এবার ভাই রণবীর কাপুরের সঙ্গে বনগঙ্গায় বাবার ‘অস্থি বিসর্জন’ করলেন তিনি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অস্থি বিসর্জন’-এর ছবি ও ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর, রিধিমা, অয়ন মুখার্জি, আলিয়া ভাটসহ কাপুর পরিবারের কয়েকজন এ পুণ্যানুষ্ঠানে অংশ নিয়েছেন।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের মালাবার হিল এলাকার বালকেশ্বর মন্দিরের সামনে বনগঙ্গা ঘাটে পূজা করছেন ঋষির ছেলে রণবীর।
দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে মারা যান ঋষি কাপুর। দক্ষিণ মুম্বাইয়ের চন্দনবতী শ্মশানে তাঁর শেষকৃত্য হয়।
শ্মশান চত্বরে ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং কাপুর, ছেলে রণবীর কাপুর, ভাই রণধীর ও রাজীব, কারিনা কাপুর খান ও সাইফ আলি খান, অভিষেক বচ্চন, রণবীরের প্রেমিকা আলিয়া ভাট ও অনিল আম্বানিসহ ঋষি কাপুরের পরিবারের অন্যান্য সদস্য, নিকটজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। নিকটজনের মধ্যে শুধু উপস্থিত থাকতে পারেননি রিধিমা।
লকডাউনে ঋষির শেষকৃত্য অনুষ্ঠানে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী সবার হাতে গ্লাভস ও মুখে মাস্ক ছিল। ছিল পুলিশি নিরাপত্তা। শেষকৃত্যে মাত্র ২০ জনকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিল প্রশাসন।