বলিউডে পা রাখার আগে দামি গাড়ি কিনলেন কাপুরকন্যা
অনেক দিন ধরেই বি-টাউনে স্টার কিড শানায়া কাপুরের অভিষেক নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে গেল বছরে মার্চে। নির্মাতা-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন শানায়া।
এবার অভিষেকের আগে বিলাসবহুল গাড়ি কিনে খবরের শিরোনাম হলেন শানায়া কাপুর, যিনি বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে।
বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ‘বেধড়ক’ সিনেমা দিয়ে অভিষেক হতে যাওয়া শানায়া কাপুর অডি কিউ৭ এসইউভি গাড়ি কিনেছেন; যার দাম ৮০ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ৯০ লাখ টাকার বেশি। গাড়ির নম্বর প্লেটে শানায়ার নাম। গাড়ির সামনে এ তারকাকন্যা পোজ দিয়েছেন।
২০২২ সালে গাড়িটির দুটি ভ্যারিয়েন্ট বের হয়েছে। একটি প্রিমিয়াম প্লাস (৮০ লাখ রুপি) এবং অপরটি টেকনোলজি (৮৮ লাখ রুপি)।
শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বেধড়ক’ সিনেমায় শানায়া কাপুরের বিপরীতে রয়েছেন লক্ষ্য লালবানি ও গুরফতে পিরজাদা।
গত বছর বলিউড হাঙ্গামা জানায়, ‘বুলবুল’-এর তৃপ্তি দিমরি, ‘গিল্টি’র গুরফতে পিরজাদা, ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর ধৈর্য কারওয়া ও ‘দস্তানা টু’র লক্ষ্যের পর ধর্ম কর্নারস্টোন এজেন্সি তাদের নতুন প্রতিভার নাম ঘোষণা করেছে। আর সেই প্রতিভা হলেন সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর।
ইনস্টাগ্রামে এ সুখবর প্রকাশ করেন শানায়াও। লেখেন, প্রথম সিনেমার কাজ শুরু করার জন্য উদগ্রীব তিনি। সিনেমাটির শুট শুরু হবে জুলাইয়ে (২০২১)।
জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা—দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শানায়া কাপুর। এর আগে মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছিল শানায়াকে। বলিউডে অভিষেকের আগেই এ স্টার কিডের বেশ ফ্যান-ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১২ লাখ।