বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স কি সত্যিই বন্ধ হচ্ছে?
বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে জায়গা ছাড়ার জন্য নোটিশ দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে সিনেপ্লেক্সের এই শাখাটি বন্ধ হয়ে যাচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। বসুন্ধরা কর্তৃপক্ষ রাজি থাকলে শাখাটি সচল রাখতে চায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি শপিংমলের মালিকপক্ষের নোটিশ পেয়েছি। তাঁরা আমাদের জানিয়েছেন জায়গাটা ছেড়ে দিতে। তাঁরা জায়গার মালিক, নিজেদের প্রয়োজনে এ জায়গাটি ব্যবহার করবে বলে নোটিশে তাঁরা আমাদের জানান।’
তবে কি বন্ধ হয়ে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স? এমন প্রশ্নের জবাবে মেজবাহউদ্দিন বলেন, ‘ঠিক বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি এমন নয়। এ নিয়ে আমরা বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। চেষ্টা করব যেন শাখাটি রাখা যায়। তারা যদি রাজি হয়, তবে আমরা শাখাটি রাখতে চাই। আর তারা যদি রাজি না হয়, তবে আমরা এটি সরিয়ে নিতে বাধ্য। সেক্ষেত্রে বন্ধ হতে পারে বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স।’
এ সম্পর্কে বসুন্ধরা সিটি শপিংমলের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘নোটিশ পাঠানো হয়েছে সিনেপ্লেক্সের জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য। তারা যদি সিনেপ্লেক্সটি চালাতে চায়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারে। বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’
দেশের সিনেমাপ্রেমী দর্শককে বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স।