বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির বার্ষিক বনভোজন
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। আজ শনিবার (১৪ মার্চ) ঢাকার অদূরের আমুলিয়া ডেমরা মডেল টাউনে সকাল থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকারী পরিচালক সমিতির সদস্যরা উপস্থিত হন। আজ সকাল ৮টায় বিএফডিসি থেকে ডেমরার উদ্দেশে যাত্রা করেন চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি, অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্যপরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন।
চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির সভাপতি কাজী মনির বলেন, ‘আমরা প্রতিবছরই চেষ্টা করি, একটি দিন যেন চলচ্চিত্র সহকারী পরিচালক তথা চলচ্চিত্রের সবাই একসঙ্গে কাটাতে পারি। এবারও আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করছি, সকলের সহযোগিতায় এবারও জমজমাট অনুষ্ঠান উপহার দিতে পারব।’
সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘এ ধরনের আয়োজন চলচ্চিত্র পরিবারের মিলনমেলায় পরিণত হয়। চলচ্চিত্র পরিবারের সবাই এ বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেছেন। সন্তানদের আনন্দ আমাদের আনন্দিত করেছে।‘
বনভোজনের আহ্বায়ক এফ এ মহানী মানিক বলেন, ‘ফাল্গুনের শেষ দিনে এ বনভোজনের আয়োজনে সকলে উপস্থিত হয়ে আমাদের আনন্দিত করেছে। সমিতির সব সদস্যের উপস্থিতিতে বনভোজন বাড়তি আনন্দ যোগ করেছে।’
প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। চলে কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গান। প্রতিবারের মতো এবারও বনভোজনকে কেন্দ্র করে রাখা হয়েছে নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ দিন সন্ধ্যায় আমুলিয়ায় মডেল টাউনে অনুষ্ঠিত হবে তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়েই শেষ হবে চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন।