বাবা হারালেন তারিন জাহান
বাবা হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। আজ মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অভিনেত্রীর বাবা মো. শাহজাহান মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন তারিন জাহান। তিনি বলেন, ‘বাবা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিছুদিন আগে। আজিমপুরে বাবাকে দাফন করা হতে পারে। সবাই দোয়া করবেন।’
তারিনের বাবা মো. শাহজাহান ছিলেন ব্যবসায়ী। তাঁর মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে সবার ছোট তারিন জাহান।
তারিন জাহান ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হন। তখন থেকে তিনি শিশুশিল্পী হিসেবে ছোট পর্দায় কাজ শুরু করেন।