বাবা হারালেন শাহরিয়ার নাজিম জয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/21/joy.jpg)
জয় ও তাঁর বাবা নাজিম উদ্দিন আহমেদ। ছবি : ফেসবুক থেকে
অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় রাজধানীর বাংলাদেশ স্পেশাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন শাহরিয়ার নাজিম জয় নিজেই। জানা গেছে, মো. নাজিম উদ্দিন আহমেদ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।