‘বাসায় বসে আমার ছবি দেখো, তবু ঘরে থাকো’
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। এরই মধ্য একাধিক এলাকা লকডাউন করা হয়েছে। শুটিং বন্ধ। এ সময়টা নিজের পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা ভক্তদের উদ্দেশে পরামর্শও দিচ্ছেন।
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করেছেন মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। সোশ্যাল মিডিয়ায় এ আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও, Stay safe Stay home! জীবনটা আসলেই মহামূল্যবান!’ এর আগেও তিনি সোশ্যালে মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।
মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। পেশায় চিকিৎসক হলেও বিনোদন জগতে আসেন মডেলিংয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে শোবিজ জগতের একজন র্যাম্প মডেল হিসেবে তার বিনোদন কর্মজীবনের শুরু। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন।
একজন ফ্যাশন মডেল হিসেবে, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এ ছাড়া তিনি দেশি-বিদেশি বিভিন্ন পোশাক পণ্যের মডেল হয়েছেন। শোবিজ জগতে আসার কিছুদিনের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন।
এরপর ভাইকিংস ব্যান্ডের তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে আইটেম গান ছাড়াও মিউজিক ভিডিওতে কাজ করছেন নায়লা।