বিউটি পার্লারে নিয়ে যাওয়ার অনুরোধে যা বললেন সোনু

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেতা সোনু সুদ। ছবি : সংগৃহীত

ভারতের অভিবাসী শ্রমিকদের কাছে মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। মুম্বাইয়ে থাকা অভিবাসীদের নিজ জন্মস্থানে ফিরতে বাসের ব্যবস্থা করে তিনি অগণিত মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। সাহায্যপ্রার্থীরা যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যে তিনি একটি বিনামূল্যের হেল্পলাইন নাম্বারও চালু করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, অভিবাসীদের প্রচুর বার্তা পাচ্ছেন সোনু সুদ। পাশাপাশি কিছু ভক্ত তাঁকে মজার অনুরোধও করেছেন। একজন ভক্ত সোনুকে জানান, তিনি আড়াই মাস ধরে বিউটি পার্লারে যেতে পারছেন না। এটি জানিয়েই ক্ষান্ত থাকেননি ওই ভক্ত। তিনি একটি পার্লারে পৌঁছে দিতে সাহায্য করতে সোনুকে অনুরোধ জানান।

‘আমি আড়াই মাস ধরে বিউটি পার্লারে যেতে পারছি না, আমাকে কোনো পার্লারে পৌঁছে দিতে সাহায্য করুন। মজা করলাম, আপনিই সত্যিকারের নায়ক, স্রষ্টা আপনার মঙ্গল করুন,’ লেখেন ওই তরুণী।

সোনুর মজার উত্তর অবশ্য নেটিজেনদের বেশ আনন্দ দিয়েছে। তিনি লিখেছেন, ‘স্যালনে গিয়ে কী করবেন? স্যালনের কর্মীদের আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি, আপনি যদি তাঁদের গ্রামে যেতে চান, তাহলে আমাকে জানান।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আরেক নেটিজেন মদের দোকানে তাঁকে পৌঁছে দিতে সোনুকে অনুরোধ করেন। উত্তরে সোনু বলেন, ‘আমি আপনাকে মদের দোকান থেকে বাসায় পৌঁছে দিতে সাহায্য করতে পারি, যদি তা প্রয়োজন হয় আমাকে জানান।’

নিজের মানবিক কর্মকাণ্ড সম্পর্কে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সোনু সুদ বলেন, ‘এটি আমার জন্য ভীষণ আবেগময় কাজ। যখন আমি দেখলাম অভিবাসীরা তাঁদের বাড়ি থেকে দূরে বাস করেন ও পায়ে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন, আমার হৃদয়ে ব্যথা অনুভূত হলো। শেষ অভিবাসী তাঁর পরিবার ও ভালোবাসার মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত আমি অভিবাসীদের প্রেরণ করতে থাকব। এটি আমার হৃদয়ঘনিষ্ঠ ব্যাপার এবং এর জন্য আমি প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত।’