‘বিউটি সার্কাসে’ জয়ার শেষ দুদিন

Looks like you've blocked notifications!
সিনেমাটির একটি দৃশ্যে জয়া আহসান। ছবি : সংগৃহীত

কিছুদিন আগে নাম ঠিক না হওয়া বাংলাদেশের একটি সিনেমার কাজ শেষ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১০ জন শিল্পী আর কলাকুশলী নিয়ে মাত্র ১৫ দিনে সিনেমাটির কাজ শেষ করে সে খবর নিজেই ফেসবুকে জানান জয়া।

এরপর খবর, সড়কপথে কলকাতায় যাচ্ছেন জয়া আহসান। সেখানে গিয়ে অংশ নেবেন নতুন বেশ কয়েকটি সিনেমার শুটিংয়ে। তবে এর মাঝে জানা গেল, সাভারে সিনেমার শুটিং করছেন জয়া। কী সেই সিনেমা? সেই খোঁজ নিতে গিয়ে জানা গেল, সরকারি অনুদানের ‘বিউটি সার্কাস’ সিনেমার শেষ ধাপের শুটিংয়ে অংশ নিয়েছেন এ অভিনেত্রী।

সিনেমাটির পরিচালক মাহমুদ দিদার আজ সকালে এনটিভি অনলাইনকে বলেন, “সাভারে ডিপজল (অভিনেতা) ভাইয়ের বাসায় দুদিন শুটিং করেছি। ‘বিউটি সার্কাস’ সিনেমাতে জয়া আপার দুদিনের শুটিং বাকি ছিল, সেটা শেষ করেছি গতকাল।”

শুটিং শেষ হলো, এবার মুক্তি কবে? এমন প্রশ্নে মাহমুদ দিদার বলেন, ‘আমার সিনেমার বাকি কাজ বেশ এগিয়ে আছে। এখন এই দুদিনের ফুটেজ পাঠাব, তবে সিনেমার বাকি কাজ শেষ করাটা কঠিন হবে। আশা করি, শেষ হলে দ্রুতই মুক্তি পাবে।’

জানা গেছে, সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর লড়াই নিয়ে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’। গেল বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় সিনেমাটির টিজার আর নারী দিবসে মুক্তি পায় সিনেমাটির ফার্স্টলুক। সে সময় জানানো হয়েছিল, খুব দ্রুতই মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে সে সময় সিনেমাটির প্রচারণাও করতে দেখা গিয়েছিল।

সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমনসহ আরো অনেকে। তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।