বিচ্ছেদ ইস্যু তুলতেই সাংবাদিকের ‘সেন্স’ নিয়ে প্রশ্ন সামান্থার
জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিবাহবিচ্ছেদের গুঞ্জন বেশ কিছু দিনের। সেই প্রশ্ন সরাসরি তাঁকে করায় এক সাংবাদিকের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন এই অভিনেত্রী।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সামান্থা সম্প্রতি তিরুমালা মন্দির পরিদর্শনে যান। সেখানে এক সাংবাদিক তাঁকে তাঁর বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মন্তব্য করতে বলেছিলেন।
প্রশ্নটি শুনেই সামান্থা উত্তর দিয়েছেন, ‘আমি একটি মন্দিরে এসেছি, আপনার কি কোনও সেন্স (কাণ্ডজ্ঞান) নেই?’
তেলেগু ভাষার দ্বিতীয় পঠিত দৈনিক সাক্ষী পোস্টের খবর, কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আক্কিনেনি পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে সামান্থা ও তাঁর স্বামী নাগা চৈতন্যের বিচ্ছেদের গুঞ্জন গাঢ় হয়। এমনও খবর প্রকাশিত হয়, পারিবারিক কারণে নাগা চৈতন্য কোনও পরিচালক ও প্রযোজকের ফোন ধরছেন না। তবে উভয় পক্ষ থেকেই বিচ্ছেদের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সম্প্রতি সামান্থা আক্কিনেনি অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।