বিজেপিতে মিঠুন চক্রবর্তী, তবে কি তাদের মুখ্যমন্ত্রী তিনি?

Looks like you've blocked notifications!
বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী । ছবি : সংগৃহীত

জল্পনা আগে থেকেই ছিল। সেটা সত্যি করে আজ কলকাতার ব্রিগেডের মোদির সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দিলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মিঠুনের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। এরপর পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয় এবং দিলীপ ঘোষ মিঠুনকে উত্তরীয় পরিয়ে পদ্মশিবিরে স্বাগত জানান।

ব্রিগেড মঞ্চে চোখে কালো চশমা এবং ধুতি-পাঞ্জাবি পরে রীতিমতো বাঙালিবাবু সেজে সভামঞ্চে আসেন মিঠুন।

যদিও এর আগে মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলে যোগ দিয়েছিলেন। একটা সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদও হন তিনি। কিন্ত পরবর্তী সময়ে তৃণমূল ত্যাগ করেন তিনি। এরপর দীর্ঘ সময় রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকার পর আজ ফের বিজেপিতে যোগ দিলেন তিনি। 

মিঠুন এদিন বিজেপিতে যোগ দেওয়ার পরেই পশ্চিমবঙ্গে গুঞ্জন উঠেছে, বাংলায় একুশের নির্বাচনে বিজেপি জয়ী হলে, এবার সত্যি সত্যিই বাংলার মসনদে বসবেন এমএলএ ফাটাকেষ্ট।

তবে বিজেপি এখনও পর্যন্ত বাংলায় তাদের মুখ্যমন্ত্রী মুখ কে হবেন তা স্পষ্ট করেনি। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বাংলায় এসে দাবি করেছেন, বাংলার ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী এদিন বিজেপিতে যোগ দেওয়ায় তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ হয়ে উঠবেন কি না, তা নিয়ে ফের জল্পনার পারদ চড়ল।