বিজ্ঞাপনে তিশার সাত লুক প্রশংসিত
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা চরিত্র নিয়ে খেলতে পছন্দ করেন। নিজেকে প্রমাণ করতে নানা রকম চরিত্রে দেখা মেলে তাঁর— সেটা ধনীর দুলালি কিংবা করপোরেট অফিসের কর্মকর্তা থেকে দিন মজুরের চরিত্রে।
সবশেষ কাজের বুয়ার ভূমিকায় অভিনয় করছেন তিশা। এনটিভির জনপ্রিয় ‘হাউস নং ৯৬’ ধারাবাহিক নাটকে কাজের বুয়া আকলিমা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
কিছুদিন আাগে নারী দিবস উপলক্ষে নির্মাতা সঞ্জয় সমদ্দার একটি ওভিসি নির্মাণ করেছেন। প্রচারের পর দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে ওভিসি। দর্শকদের কাছে হয়েছে প্রশংসিত। কারণ এই এক ওভিসিতে ভিন্ন সাতটি চরিত্রে তিশাকে হাজির করেছেন সঞ্জয়।
টিন্যাচার-এর (চা) সৌজন্যে নারীর সৌন্দর্যের নানা দিক নিয়ে ওভিসিটি নির্মিত হয়েছে। সৌন্দর্য দৃষ্টিভঙ্গির বিষয়। নারীর সৌন্দর্য মূলত তাঁর সত্তায়। ওভিসিতে সৌন্দর্য নিয়ে পরিচালক দারুণ একটি দিক তুলে ধরাতেই সেটি প্রশংসিত হচ্ছে।
এ বিষয় নিয়ে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘নারী দিবসে ওভিসিটি প্রচারের পর থেকেই প্রশংসা পাচ্ছি। তানজিন তিশা ভালো কাজের জন্য প্রচণ্ড নিবেদিত একজন অভিনেত্রী। সে চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছে। সাতটি ভিন্ন লুকে তিশাকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সবাই।’