বিনামূল্যে কোভিড আক্রান্তদের খাবার দিচ্ছেন দেব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/12/dev.jpg)
নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল পুরো ভারত। পশ্চিমবঙ্গেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম নয়। বিভিন্ন অঙ্গনের তারকারা অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসছেন। পশ্চিমবঙ্গের চিত্রনায়ক ও সাংসদ দেবও পিছিয়ে নেই।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, মানুষের পাশে দাঁড়াতে নতুন পদক্ষেপ অভিনেতা-সাংসদ দেবের। নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে কোভিড আক্রান্তদের খাবার সরবরাহ করছেন তিনি।
গতকাল মঙ্গলবার টুইটারে নিজেই এ খবর প্রকাশ্যে এনেছেন দেব। লিখেছেন, ‘আমাদের দল টলি টেলস এবং সর্দারনি পরমজিৎ কৌর মেডিকেল ট্রাস্টের তরফ থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ৫০ জনকে খাবার দেওয়ার মাধ্যমে আমরা উদ্যোগটি শুরু করলাম। আগামী দিনে চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজনমতো টলি টেলস থেকে এই পরিষেবা নিতে পারেন।’
তবে এই প্রথম নয়, অতীতেও নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা-সাংসদ দেব। বহু অভিবাসী শ্রমিককে ঘরে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন তিনি।