বিমানে কিরগিজস্তান থেকে শিক্ষার্থীদের ফেরাচ্ছেন সোনু
করোনাকালের শুরু থেকেই বলিউড তারকা সোনু সুদ ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। অভিনয় দিয়ে নয়, বরং বাস্তবিক জীবনে মহৎ কাজের মাধ্যমে অনেকের কাছে ‘সত্যিকারের নায়ক’ হয়ে উঠেছেন তিনি। এই দফায় তিনি কিরগিজস্তানে আটকেপড়া ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের সহায়তা করছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, ভারতের ঝাড়খণ্ডের সাদ্দাম খান নামের এক শিক্ষার্থী সম্প্রতি একটি টুইট করেন। সেখানে তিনি জানান, তাঁদের উদ্ধার ও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ কাজে অবদান রাখায় তিনি সোনু সুদ, বাহারাগোরার সাবেক সাংসদ কুনাল সরঙ্গি এবং সমাজকর্মী রেখা মিশ্রকে ধন্যবাদ জানান।
সাদ্দাম তাঁর টুইটে লেখেন, ‘আমরা সোনু সুদ, কুনাল সরঙ্গি এবং রেখা মিশ্রকে কিরগিজস্তানের এশিয়ান মেডিকেল ইনস্টিটিউটের (এএমআই) তিন হাজার ভারতীয় শিক্ষার্থীকে সহায়তায় সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম এটি। সেখানে আটকেপড়াদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সোনু সুদ আমাদের আশ্বাস দিয়েছেন, ভারতে ফেরার যাত্রার জন্য কোনো ফ্লাইট চার্জ দেওয়ার দরকার নেই।’
সম্প্রতি কুনাল সরঙ্গি হিন্দুস্তান টাইমসকে বলেন, ঝাড়খণ্ড ও বিহারের ২০ জনসহ প্রায় তিন হাজার ভারতীয় ছাত্রের কিরগিজস্তানে আটকে পড়া নিয়ে টুইট করেছেন। তিনি আরো বলেন, ঝাড়খণ্ড ও বিহারের ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন জামশেদপুরের। সোনু সুদের সক্রিয় প্রচেষ্টা ছাড়া এটি সম্ভব হতো না। ভিডিও বার্তায় তাঁদের শেয়ার করা মোবাইল নম্বরে তিনি যাদব নামের এক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন।
আজ মঙ্গলবার এক টুইটে সোনু জানান, আগামীকাল বুধবার কিরগিজস্তানে আটকেপড়া সব শিক্ষার্থীকে ভারতে ফিরিয়ে আনার জন্য তিনি ফ্লাইট পরিচালনা শুরু করবেন।
এর আগে সোনু মুম্বাই থেকে অভিবাসী শ্রমিকদের বিহার, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং অন্যান্য রাজ্যে তাঁদের বাড়িতে পাঠিয়েছিলেন।