বিয়ে নিয়ে অনিশ্চয়তা, ৩৬ বছর বয়সে ডিম্বাণু জমান একতা
মাতৃত্বের আকাঙ্ক্ষা চিরন্তন। আর বিয়েপ্রথার মাধ্যমে স্বামীর সঙ্গে সামাজিক সম্পর্কে জড়িয়ে মা হওয়ার রীতি প্রচলিত। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে সবকিছু। নতুনত্ব এসেছে মা হওয়ার পদ্ধতিতেও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সারোগেট পদ্ধতিতে মা হওয়া নিয়ে কথা বলেন বলিউড নির্মাতা একতা কাপুর। এই পদ্ধতিতে মা হওয়ায় তাঁর পিতামাতার প্রতিক্রিয়া কেমন ছিল, তা নিয়েও কথা বলেন তিনি।
‘৩৬ বছর বয়সে আমি ডিম্বাণু জমাই। আমি আসলে অনিশ্চিত ছিলাম যে বিয়ে করব কি না। তবে বিয়ে করলেও তা হতে বেশ দেরি হবে। অথবা এটি কখনো না-ও হতে পারে; কেননা, কাউকে সন্তুষ্ট করার জন্য আমি কখনোই কিছু করব না,’ বলেন একতা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
একতা বিয়ে করবেন না, এমনটি উপলব্ধি করার পর সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে একতার মা হওয়ার বিষয়ে সায় দেন বাবা-মা। তবে একতার মা চেয়েছিলেন যেন বিয়ের পরেই মা হন একতা। কিন্তু সময়মতোই মা হবেন একতা এবং তা গর্ভভাড়ার মাধ্যমে, এমন কথা মাকে সাফ জানিয়ে দেন একতা।
‘একদিন আমরা জানতে পারলাম, আমার ভাই তুষার কাপুর সারোগেসির মাধ্যমে বাবা হতে চায়। একসময় সে তা করে ফেলল। সে আমাদের কাছে এসে সেই সংবাদ জানাল,’ বলেন একতা।
ভাইয়ের এ সাফল্যই একতাকে সারোগেটের মাধ্যমে মা হতে আত্মবিশ্বাস জোগায় বলে জানান একতা।
২০১৯ সালের জানুয়ারি মাসে সারোগেট পদ্ধতির মাধ্যমে সন্তান রবির জন্ম দেন একতা। সম্প্রতি টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের উল্লেখযোগ্যসংখ্যক তারকাদের নিয়ে রবির জন্মদিন উদযাপন করেন একতা।