বিয়ে প্রসঙ্গে বাঁধন : আমাকে নিতে পারা দেশের পুরুষদের জন্য কঠিন

Looks like you've blocked notifications!
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

ফ্রান্সের কান থেকে ফিরেই বলিউডে আজমেরী হক বাঁধন। যেন স্বপ্নের সিঁড়ি বেয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। আগামী শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে তাঁর আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

সেই উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক আড্ডায় বাঁধনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ক্যারিয়ারে এত সফলতা পাচ্ছেন, প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন না? প্রশ্ন শুনে একগাল হাসি বাঁধনের মুখে। বললেন, ‘আমি এত কথা বলি... তারপরও মনে হয়...।’

সেই হাসিমুখ ধরে রেখেই বাঁধনের উত্তর, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’

তাহলে কি দেশের বাইরের কাউকে? এমন প্রশ্নে বাঁধনের সাবধানি ভাষ্য, ‘এখন আমি ফোকাস করতে চাই কাজে। কারণ, আমার মনে হয়, আমি জীবনই শুরু করেছি মাত্র চার বছর হলো, ৩৪ বছর বয়স থেকে জীবনটা শুরু হয়েছে। এখন আমার ৩৮।’

নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমার সাত দিনের শুট করে দেশে ফিরেছেন আজমেরী হক বাঁধন। অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ বইয়ের গল্প অবলম্বন নির্মিত হচ্ছে সিনেমাটি। যেখানে একটি গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমার গল্পে দেখা যাবে, ভারতীয় গোয়েন্দা সংস্থা (র), ভারতের বাইরের গোয়েন্দা সংস্থা এবং ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও একজন যুগ্ম সচিব কীভাবে অদৃশ্য হয়ে যায়, সেই গল্প।

খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমাটিতে এখনও তিন দিনের শুট বাকি অভিনেত্রীর। সেটা হবে ফেব্রুয়ারিতে, মুম্বাইয়ে।