বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান শাকিব!
এই জীবন আর ভালো লাগছে না নায়ক শাকিব খানের। চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে নতুন করে বাঁচতে চান। দরকার হলে তাঁকে নিয়ে ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই শাকিবের! কি, চমকে উঠলেন?
তবে শুনুন আসল ঘটনা। বাস্তবে এমনটা কল্পনা অবধি না পৌঁছালেও সিনেমায় হুবহু এমন দৃশ্যে দেখা যাবে ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেতাকে।
বলা হচ্ছে ‘বীর’ ছবির কথা। এতে জুটি বেঁধেছেন শাকিব-বুবলী। ছবির একটি দৃশ্য এমন—জীবন নিয়ে হতাশ শাকিব। কাজ করছেন সীমান্ত-সংলগ্ন একটি কয়লার ডিপোতে। তবে তাঁকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলী। এই সুন্দরীই তাঁর অনুপ্রেরণা। তাই বুবলীকে আঁকড়ে ধরে বাঁচতে চান শাকিব। জীবনের সাধ-আহ্লাদ পূর্ণ করতে প্রয়োজনে বুবলীকে নিয়ে পাশের দেশ ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তাঁর।
শাকিব-বুবলীর এমনই প্রেমময় কিছু দৃশ্য সম্প্রতি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ। সম্প্রতি নারায়ণগঞ্জে শেষ হয়েছে এই পর্যায়ের শুটিং। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নতুন পর্যায়ের শুট। একটি অনুষ্ঠান উপলক্ষে শাকিব খান আজ ভারতে অবস্থান করছেন। তবে কাল সকালেই দেশে ফিরবেন।
‘বীর’ ছবিতে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন শাকিব খান। তবে লম্বা চুল, দাড়ি-গোঁফ ছাড়াও ফ্রেশ লুকে দর্শক দেখতে পাবেন বলে জানিয়েছেন নির্মাতা।
আজ বুধবার (১১ ডিসেম্বর) কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, “যে ছেলে কয়লার ডিপোতে কাজ করে, তাকে তো ময়লা কাপড়, উসকোখুসকো চুল-দাড়িতে দেখাতেই হবে। শাকিব খানকে এর আগে সবাই ললিপপ হিরো হিসেবে দেখেছে। আমার ‘বীর’ ছবিতে গল্পের হিরো বানিয়েছি। ললিপপ হিরো হিসেবে তাকে আমি অসম্মান করছি না। কারণ, সেই লুকেই সে দেশের এক নম্বর হিরো হয়েছে। এ ছবিতে দর্শক শাকিবকে দেখবে বেশ কয়েকটি লুকে। এর মধ্যে একটিতে ময়লা কাপড়, চুল-দাড়িতে। আবার সিরিয়াল কিলার চরিত্রে যখন দর্শক দেখবে, তখন ফ্রেশ লুকে হাজির হবে। আমি শাকিব খানকে ধন্যবাদ দিতে চাই, কারণ এ ছবির জন্য অনেক কষ্ট করছে সে, তিন মাস চুল-দাড়ি পর্যন্ত কাটেনি।”
‘বীর’ প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ছবিটি আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। ‘বীর’ তাঁর ৫০তম চলচ্চিত্র।
‘বীর’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, জ্যাকি আলমগীর, কাবিলাসহ অনেকে।
গত বছর রাজধানীর শ্রুতি স্টুডিওতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় গানের রেকর্ডিংও হয়। এরই মধ্যে শাকিব খানের ছোটবেলার অংশ দৃশ্যধারণ করা হয়েছে।