বৈশাখের গল্পে এনটিভিতে নাটক ‘শেষটা তুমি আমি’

নাটকটির দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন
ঠিক পহেলা বৈশাখের আগের দিন বিথী বাড়ি থেকে পালিয়ে ঢাকায় রাতুলের উদ্দেশ্য রওনা দেয়। ভোরে রাতুলের মেসের সামনে এসে উপস্থিত হয়। রাতুল খুব করে বুঝিয়েছে এই মুহুর্তে তার বিয়েটা করা পসিবল নয়। বাড়ি থেকে বাবা মা এখনই তার এই বিয়ে মেনে নিতে পারবে না। অন্যদিকে বিথী কোন উপায় না দেখেই বাড়ি থেকে পালিয়েছে। কারন জোর করে অন্য একজনের সাথে তার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে।
বৈশাখের দিনের এমনই গল্পে এনটিভিতে প্রচারিত হবে বৈশাখের বিশেষ নাটক ‘শেষটা তুমি আমি’। ফরহাদ আলমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।
নাটকটিতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, সারিকা সাবা, শেহজাদ ওমর, মুকুল সিরাজ,প্রীতি আলভি সহ আরো অনেকে।
আজ (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় ‘শেষটা তুমি আমি’ নাটকটি প্রচারিত হবে এনটিভির পর্দায়।