ভাই, আমরা সব সময় আপনাকে মিস করব : সালমান
কোলন ইনফেকশন নিয়ে গতকাল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পর মারা গেছেন ব্যতিক্রমী ধারার বলিউড-হলিউড অভিনেতা ইরফান খান। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড তারকারা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা। শোক জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানও।
শোক জানিয়ে ইনস্টাগ্রামে সালমান খান লিখেছেন, ‘চলচ্চিত্র অঙ্গন, তাঁর ভক্ত, আমাদের সবার জন্য, বিশেষ করে তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সৃষ্টিকর্তা তাঁদের মনোবল দৃঢ় করুন। ভাই, শান্তিতে থাকুন। আমরা সবাই আমাদের হৃদয়ের গভীর থেকে সব সময় আপনাকে মিস করব।’
ইরফানের মৃত্যুতে শোক জানিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, নির্মাতা সুজিত সিরকার, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু, অনুপম খের, নিমরাত কৌর, রঙ্গনাথন মাধবন, আরমান মালিক, শেখর কাপুর, অজয় দেবগন, মোহনলাল, চিরঞ্জীবী, পৃথ্বিরাজসহ আরো অনেক তারকা।
গত শনিবার ইরফান খানের মা সাইদা বেগম মারা যান। লকডাউনের কারণে তিনি মায়ের শেষকৃত্যে সশরীরে অংশ নিতে পারেননি। তবে ভিডিওকলে অংশ নিয়েছিলেন। ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব বিনোদন অঙ্গনে। ইরফান খানের রয়েছে অসংখ্য ভক্ত-অনুরাগী। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের মধ্যেও।
২০১৮ সালে ইরফান খানের নিউরোনডকট্রিন টিউমার ধরা পড়ে। দীর্ঘদিন তাঁর চিকিৎসা করা হয় দেশের বাইরে। দীর্ঘ লড়াই শেষে তিনি সুস্থ হয়ে ফেরেন। ওই সময় ইরফান এক বিবৃতিতে বলেছিলেন, ‘প্রথমবারের মতো জীবনের স্বাদ গ্রহণ করছি।’ সবাই ভেবেছিলেন লড়াকু ইরফান এ যাত্রায়ও শক্ত হয়ে ফিরে আসবেন। কিন্তু মৃত্যুর কাছে তাঁকে হার মানতেই হলো!
নভেল করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষিত হওয়ার কিছুদিন আগে ইরফানের সর্বশেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায়। এতে আরো অভিনয় করেন রাধিকা মদন, কারিনা কাপুর খান, পঙ্কজ ত্রিপাঠি, ডিম্পল কাপাডিয়া ও কিকু শ্রদ্ধা।