ভাই-ভাবির চাপে ঊর্মিলাকে বিয়ে করবেন সাব্বির?
সুজিত বিশ্বাসের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘এ আমার কি হলো রে’। হাস্যরসাত্মক এ নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, ঊর্মিলা শ্রাবন্তী কর, আনিসুল হক বরুণ, শামীমা জামান, কাজী উজ্জ্বল, রানী, মামুন, সুজিত বিশ্বাসসহ অনেকে।
নাটকের গল্প প্রসঙ্গে সুজিত বিশ্বাস বলেন, ‘এটি মজার ও পারিবারিক গল্প। একটি লোকের বিয়েভীতি নিয়ে গল্পের শুরু। যদিও শেষটা হয় উল্টো ঘটনা দিয়ে। আশা করছি, দর্শক আনন্দ পাবেন দেখে।’
নাটকটির গল্পে দেখা যাবে, শিবানন্দপুরের গ্রামের সহজ সরল মুদি দোকানদার মোফা। বিয়ের বয়স পার হতে চললেও বিয়ে করতে চায় না। ভাই-ভাবি বিয়ের জন্য চাপ দিয়ে আসলেও মোফা বিয়ে করতে কোনও ভাবেই রাজি হয় না। দোকান আর বাড়ি, এই হলো মোফার জীবন।
একদিন মোফা দোকানের জিনিসপত্র কিনে পাশের গ্রাম বিদ্যানন্দকাঠী দিয়ে হাটখোলা থেকে ফিরছিল। পথে মাঝে দেখা হয় ওই গ্রামের গফুর মহাজনের ছোট মেয়ে চামিলীর সাথে। চামিলীকে দেখে তার পছন্দ হয়ে যায়। এর পর বিয়ে করতে গিয়ে পছন্দের ছোট মেয়েকে রেখে বড় মেয়েকে অপছন্দ সত্ত্বেও বিয়ে করে আনতে বাধ্য হয় মোফা। এ জন্য বিয়ের পর থেকে বাড়িতে থাকে না। এর মধ্যে মোফা দুর্ঘটনায় পায়ে আঘাত পায়। সেবা করতে থাকে মোফার বউ। মায়া পড়ে যায় তার প্রতি। কিন্তু শেষের দিন চলে যেতে গিয়েও মোফার দরদি ডাকে আর তাকে ছেড়ে যেতে পারে না তার বউ।
নাটকে মোফা চরিত্রে মীর সাব্বির এবং চামিলী চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।
নাটকটি প্রযোজনা করেছেন আমিনুল ইসলাম। আজ শনিবার রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।