ভাগ্নির সঙ্গে সালমানের ছবি ভাইরাল
জন্মদিনে অনেকেই অনেক কিছু উপহার পান। বলিউড সুপারস্টার সালমান খানের বেলায় তো অবধারিতভাবেই উপহারের ঢল নামে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তবে এবারের জন্মদিনে বোন অর্পিতা খানের কাছ থেকে পাওয়া উপহারকেই সেরা হিসেবে মানছেন সালমান। আর তা হবেই বা না কেন! ভাইয়ের বিশেষ দিনেই ফুটফুটে শিশুর জন্ম দিয়েছেন অর্পিতা।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, গত ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করা ওই শিশুর নাম রাখা হয়েছে আয়াত। ভাগ্নিকে দেখতে হাসপাতালে ছুটে যেতে দেরি করেননি সালমান। ওই সময়ে আয়াতের সঙ্গে তাঁর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রকাশ্যে আসে। এবার সালমানকে আবারও দেখা গেল আয়াতকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হতে। ইনস্টাগ্রামে অর্পিতার অ্যাকাউন্টে শেয়ার করা দুটি ছবিতে ভাগ্নিকে কোলে নিয়ে সালমানকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।
সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান অভিনীত ‘দাবাং থ্রি’। প্রভুদেবা পরিচালিত ছবিটি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পায়। ছবিটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন কিচ্ছা সুদীপ। ‘দাবাং’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। আগামী ঈদে ভক্ত-অনুরাগীদের জন্য ‘রাধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে বড়পর্দায় হাজির হবেন সালমান। এতে আরো অভিনয় করেছেন দিশা পাটানি ও জ্যাকি শ্রফ।