ভাপাপিঠার পর নন্দীগ্রামে ফারিয়া-ঝড়, মুম্বাইয়ে এরপর
শুক্রবার সন্ধ্যায় অন্তর্জালে এক মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভিডিওচিত্রে, নায়িকাকে ভাপাপিঠা তৈরি করতে দেখা গেছে। ভক্তরা ফারিয়ার হাতের পিঠার স্বাদ না পেলেও সেই ভিডিও ভাইরাল করতে ভুল করেননি।
আর গতকাল মাঝরাতে নুসরাত ফারিয়ার দেখা মিলল হাজার-হাজার মানুষের সামনে এক মঞ্চে। হাতে মাইক নিয়ে ওপার বাংলায় ঝড় তুলেছেন বাংলাদেশের কন্যা। অন্তর্জালে কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা; ক্যাপশন জুড়েছেন, ‘ধন্যবাদ। নন্দীগ্রাম, কলকাতা।’
হঠাৎ কলকাতায় উড়াল আর নন্দীগ্রামের আয়োজন প্রসঙ্গে জানতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলো ম্যাসেঞ্জারে। রোববার সকালের সেই আলাপে নুসরাত ফারিয়া এনটিভি অনলাইনকে জানালেন, ‘নন্দীগ্রামে প্রতি বছর একটা পল্লি-উৎসব হয়। আমি গত বছরের শেষ দিন গিয়েছিলাম। এবারও শেষ দিনে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলাম। ওখানকার দর্শক আমাকে অনেক ভালোবাসে।’
এরপর ভাপাপিঠা প্রসঙ্গ তুলতেই ফারিয়া বললেন, ‘আমাদের ময়মনসিংহের ত্রিশালে একটা পারিবারিক ফার্মহাউস আছে। কলকাতায় আসার আগের দিন সবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে পিঠাটা বানানো হয়েছে; হুট করে করা, কোনো পরিকল্পনা ছাড়া।’
দীর্ঘদিন পর কলকাতায় গেলেন, কেমন লাগছে? এমন প্রশ্নে ফারিয়ার উত্তর, ‘একটু ফাঁকা, একটু ডিফারেন্ট। কোভিডের পর আসলে সবকিছু বদলে গেছে। ১০ মাস পর কলকাতায়, এখানে আসতে পেরে ভালো লাগছে।’
‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে যুক্ত হচ্ছেন কবে? এনটিভি অনলাইনকে ফারিয়া বললেন, ‘৫ ফেব্রুয়ারি আমি চলে যাব। এর আগে আগামীকাল, পরশু আর পরের দিন...।’ এরপর ও প্রান্ত থেকে আর কোনো জবাব পাওয়া গেল না!
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমায় শেখ হাসিনার একটি চরিত্রে নুসরাত ফারিয়াকে দেখা যাবে। ২৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে।।