ভাবনার স্বরচিত কবিতা আবৃত্তি
অভিনয়শিল্পী হিসেবে বেশ জনপ্রিয়, তবে নাচ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। অবসরে ছবি আঁকেন। তাঁর ছবি দেখে মুগ্ধ অনেকে। ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশ হয়েছে। নতুন খবর হলো, তিনি এবার স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন।
‘তুমি’ শিরোনামের এই আবৃত্তিতে সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। এ নিয়ে ভাবনা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আসলে নিজের ভালো লাগা থেকে লিখি। নিজের লেখাগুলো প্রায়ই ফেসবুকে দিই। সেখান থেকে অনেকে উৎসাহও দিয়েছেন। এখানেই আমার ছবি আঁকা, গল্প লেখা। কবিতাও লেখা হয়েছে নিজের জন্য। আসলে সেটা ঠিক কবিতা হয় কি না, আমি বলতে পারব না। তবে সবার প্রশংসা আমাকে অনুপ্রেরণা দেয়।’
ভাবনা আরো বলেন, ‘আমার বেশ কিছু লেখা গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। এই কবিতাটি আমি তানভীর তারেক ভাইকে দিয়েছিলাম ছাপানোর জন্য। তিনি আমাকে কবিতাটি পড়ে দিতে বললেন, আমি সেটি পড়ে দিলাম। তারপর মিউজিকসহ পুরো কাজটি তিনি নিজেই করেছেন। সবার যদি ভালো লাগে, তবে আমি আগামী দিনেও আবৃত্তি প্রকাশ করব।’
দেখুন ভিডিওতে :
অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ আশনা হাবিব ভাবনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। ছোটপর্দায়ও জনপ্রিয় মুখ ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।